ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিবিরের ককটেলে অটোরিকশা চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
চট্টগ্রামে শিবিরের ককটেলে অটোরিকশা চালক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় শিবিরের মিছিল থেকে ছোঁড়া ককটেলের আঘাতে মো. বশির (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক আহত হয়েছেন।

সোমবার দুপুরে নগরীর ও আর নিজাম রোডে এ ঘটনা ঘটেছে।

আহত বশির ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা জালাল আহমদের ছেলে। তিনি নগরীর বাদুরতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা থেকে মিছিল বের করে শিবিরের কর্মীরা। মিছিলটি নাসিরাবাদ এলাকার ও আর নিজাম রোড দিয়ে জিইসি মোড়ের দিকে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে শিবির কর্মীরা।

এসময় যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ককটেলের আঘাতে একটি সিএনজি চালিত অটোরিকশার সামনে কাঁচ ভেঙ্গে যায়।

এতে ওই অটোরিকশার চালক বশির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পথচারীরা চমেক হাসপাতালে নিয়ে আসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে বলেন,‘ককটেলের স্প্লিন্টারের আঘাতে চালক বশিরের চোখের নিচে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে হাসপাতালের ২০ নম্বর (চক্ষু) ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৩২৭ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।