ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চর পাথরঘাটায় আগুনে পুড়েছে ১৭ বস্তিঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
চর পাথরঘাটায় আগুনে পুড়েছে ১৭ বস্তিঘর

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইছানগর এলাকায় আগুনে পুড়েছে ১৭ বস্তি ঘর। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

রোববার গভীর রাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশন অফিসার রেজা-এ-রাব্বি বাংলানিউজকে জানান, রোববার রাত ১২টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লামার বাজার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ‍দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ১৭জন মালিকের বিভিন্ন পরিমাপের ১৭টি বস্তিঘর পুড়ে যায়। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়:১১৪০ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।