ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রহত্যার ঘটনায় চবি প্রশাসনের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
ছাত্রহত্যার ঘটনায় চবি প্রশাসনের মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শিবির-ছাত্রলীগ সংঘর্ষে ছাত্রহত্যার ঘটনায় অজ্ঞাত অনেককে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বাদি হয়ে রোববার রাতে এ মামলাটি দায়ের করেন।



হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক মোস্তাক আহম্মদ বাংলানিউজকে বলেন,‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রহত্যা ও সংঘর্ষের ঘটনায় ওই হলের প্রভোস্ট একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত অনেককে আসামি করা হলেও  সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।


প্রসঙ্গত, রোববার বিকেলে সিলেটে গ্রামের বাড়িতে চবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদের উপর হামলার জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আমানত হল শাখার শিবির সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় রাতে জরুরি সভায় অনির্দিষ্টকালের শাহ আমানত হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যলয় প্রশাসন।

এদিকে এ ঘটনায় রোববার বিকেলে ক্যাম্পাস থেকে সন্দেহজনক ৭ জনকে আটক করা হয়েছে। এএসআই মোস্তাক বাংলানিউজকে বলেন,‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ’

বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।