ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার ঘটনায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টির ঘটনায় দায়ের হওয়া মামলায় সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ মহাদেবপুরের কামাল উদ্দিন (৫৫), মধ্যম সোনাইছড়ির আবদুল মান্নান (৩৭), দক্ষিণ মসজিদ্দার সুমন চক্রবর্তী (২৭) এবং জসিম উদ্দিন (২৯)।

সীতাকুণ্ড থানার এস আই রেহেনা আকতার বাংলানিউজকে জানান, উপজেলার দক্ষিণ মহাদেবপুর, মধ্যম সোনাইছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মহাসড়কসহ সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগ আছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।