ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রাণ গেল পেট্রোল বোমায় দগ্ধ আরও এক চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
প্রাণ গেল পেট্রোল বোমায় দগ্ধ আরও এক চালকের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানার পলিটেকনিক এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ মো. মিতুল (২৬) নামে এক টেম্পু চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ-এ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চালক মিতুল ভোলা জেলার দৌলতখান এলাকার মো. হান্নানের ছেলে।

তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বাংলা বাজার এলাকায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানায়।


চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে বলেন,‘অবরোধ চলার সময়ে অগ্নিদগ্ধ চালক মিতুলকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। ’

এর আগে অবরোধের সময় রাস্তায় গাড়ি বের করায় গত সোমবার রাতে মিতুলের টেম্পুতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা। এরপর তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।