ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঘের মুখে আগুন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
বাঘের মুখে আগুন! ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর সৌন্দর্য বাড়াতে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত কৃত্রিম বাঘের মুখে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাঘের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।



বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় টাইগার পাস এলাকায় জিইসি-আগ্রাবাদ সড়কের পূর্বপাশে নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য স্থাপিত কৃত্রিম বাঘের মুখে টায়ার দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পথচারীদের সহযোগিতায় আগুন নির্বাপন করে।  

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. মঞ্জুর মোর্শেদ বাংলানিউজকে বলেন,‘সৌন্দর্যের জন্য রড-সিমেন্ট দিয়ে তৈরি কৃত্রিম বাঘের মুখে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ’

আগুনে বাঘের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান।

এডিসি মোর্শেদ বলেন,‘আগুন কারা দিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলাদেশে দশম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য টাইগারপাস এলাকায় রাস্তার দুই পাশে দুটি কৃত্রিম বাঘ স্থাপন করে সিটি কর্পোরেশন।

বাংলাদেশ সময়: ১৯৩২ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।