ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে ককটেল-গান পাউডার উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে ককটেল-গান পাউডার উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় রেললাইনের পাশ থেকে ককটেল, গান পাউডারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

রেললাইনে কিংবা চলন্ত ট্রেনে নাশকতার জন্য বিস্ফোরক দ্রব্যগুলো জমা করা হয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।



বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের মধ্যে আছে, তিনটি ককটেল, দু’শ গ্রাম গান পাউডার এবং দু’লিটার পেট্রল।


র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এএসপি আমিরুল বলেন, ‘ধারণা করছি, রেললাইনে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়ার পরিকল্পনা ছিল নাশকতাকারীদের। চলন্ত ট্রেনে ককটেল ছুঁড়ে মারা কিংবা মহাসড়কে গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেয়ার পরিকল্পনাও তাদের থাকতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।