ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে আগুনে পুড়েছে দু’বসতঘর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
হাটহাজারীতে আগুনে পুড়েছে দু’বসতঘর

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



আগুনে পুড়ে যাওয়া দু’বসতঘরের মালিক হলেন, রাজীব আচার্য্য ও মনু বিকাশ আচার্য্য।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়ভাবে নাশকতার জেরে এ ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়ে পড়লেও হাটহাজারী থানার ওসি মো.ইসমাইল বাংলানিউজকে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতার কোন আলামত পায়নি।
এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এনায়েতপুর গ্রামের আচার্য্যপাড়ায় রাজিব আচার্যের রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দুপুর ২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা বৈদ্যুতিক শর্টসার্কিটকেই অগ্নিকাণ্ডের উৎস বলে ধরে নিয়েছি। কেউ দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়েছে কিংবা অন্য কোন নাশকতার কোন প্রমাণ আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৯,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।