ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেনীতে অগ্নিদগ্ধ চালকের চমেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
ফেনীতে অগ্নিদগ্ধ চালকের চমেকে মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

চট্টগ্রাম: ফেনীতে অবরোধ-হরতাল সমর্থকদের আগুনে দগ্ধ অটোরিকশা চালক সাহাব উদ্দিন (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  সাহাব উদ্দিন ফেনী সদরের গোবিন্দপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা মো. নূরুজ্জামানের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল মো. শরীফ বাংলানিউজকে বলেন,‘গত শনিবার বিকেলে সাহাবউদ্দিনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
টানা ছয়দিন চিকিৎসা দেয়ার পর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। ’

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেরদিন গত শনিবার বিরোধী জোটের অবরোধ-হরতালের সময় ফেনী সদরের ট্রাংক রোডে পেট্রোল ঢেলে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। এতে অগ্নিদগ্ধ হন অটোরিকশার চালক সাহাব উদ্দিন।

তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, অগ্নিদগ্ধ সাহাবউদ্দিনের শরীরের ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

* ফেনীতে অটোরিকশায় আগুন, চালক দগ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।