ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রামুতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
রামুতে সেনাবাহিনীর কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুতে ছিন্নমূল, গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রামু কেন্দ্রীয় সীমা বিহারে সব সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী রামু গ্যারিসনের অধিনায়ক লে. কর্নেল পিএসসি গোলাম মাহিউদ্দিন চৌধুরী মাহি, উত্তর মিটাছড়ি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুণাশ্রী থের, রামু সীমা বিহারের আবাসিক ভিক্ষু শীলপ্রিয়, বিতরণ সমন্বয়কারী বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) রামুর সভাপতি সুরেশ বড়–য়া বাঙ্গালী ও বৌদ্ধ যুব পরিষদের নেতা বিপুল বড়–য়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।