ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নদী পথে পণ্য পরিবহণে নিরাপত্তার আশ্বাস দিল বন্দর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
নদী পথে পণ্য পরিবহণে নিরাপত্তার আশ্বাস দিল বন্দর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে পণ্যবাহী জাহাজের নিরাপত্তাজনিত ঝুঁকি নেয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমদ ব্যবসায়ীদের এ আশ্বাস দেন।



হরতাল-অবরোধে মহাসড়কে সহিংতার কারণে পণ্য পরিবহনে বিঘœ, পানগাঁও টার্মিনালের আইএসপিএস কোড নিশ্চিত করণ, নৌ-পথে চলাচলরত পণ্যবাহী জাহাজের নিরাপত্তায় করণীয় নির্ধারণে ব্যবসায়ীরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।


তিনি জানান, বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএÕর সভাপতি মো. আতিকুল ইসলাম, বিকেএমইএÕর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরীসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বৈঠকে চট্টগ্রাম থেকে পানগাঁও কন্টেইনার পরিবহনে বুধবার থেকে সব ধরণের নিরাপত্তা ঝুঁকি নেয়ার আশ্বাস দিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, পণ্যবাহী জাহাজে নিরাপত্তার বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করবে। এছাড়া পানগাঁও টার্মিনালে যেসব সমস্যা রয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসাবে নদী পথে পণ্য পরিবহনে পানগাঁও কন্টেইনার টার্মিনাল চালু করা হয়েছে। এ টার্মিনালের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিজিএমইএ সহ সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পোশাক শিল্প খাত বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, একদিকে রাজনৈতিক সহিংসতা অন্যদিকে শ্রমিকদের মজুরী বৃদ্ধির ফলে অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম।

এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ শিল্পকে টিকিয়ে রাখতে এর সাপ্লাই চেইন সমূহ ঠিক রেখে যথাযথ ভাবে কার্যক্রম পরিচালনা প্রয়োজন।

পানগাঁও আইসিটি’র মাধ্যমে দ্রুত অপারেশনাল কার্যক্রম পরিচালনায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, টেরিটাওয়াল এসোসিয়েশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।

বৈঠকে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, এফবিসিসিআই’র পরিচালক মো. আবদুস ছালাম, শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক সাহেদ সরোয়ার, ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের পরিচালক বখতিয়ার, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার এন্ড মেরিন) কমোডর এম. শাহাজাহান, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, পরিচালক (পরিবহন) গোলাম সারওয়ার প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ২০২১ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।