ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে তিন বাড়িতে জামায়াত-শিবিরের আগুন, অগ্নিদগ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
বাঁশখালীতে তিন বাড়িতে জামায়াত-শিবিরের আগুন, অগ্নিদগ্ধ ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

চট্টগ্রাম: নির্বাচন পরবর্তী সহিংসতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় আওয়ামী লীগ সমর্থিত তিনটি বাড়িতে অগ্নি-সংযোগ করেছে জামায়াত-শিবির। এ ঘটনায় দেলোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহকর্মী ‍অগ্নিদগ্ধ হয়েছেন।



মঙ্গলবার দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের ডেপুটি ঘোনা এলাকায় এ তাণ্ডব চালায় যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ও তাদের দোসর শিবির কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জামায়াত-শিবিরকর্মীরা অতর্কিতভাবে চাম্বল ইউনিয়ের ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফখরুদ্দীনসহ পাশের আরও দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে।
এঘটনায় এই বাড়ির দুটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হাসান বাংলানিউজকে জানান, দুপুরে অতর্কিতভাবে দুর্বৃত্তরা দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী একই এলাকার এক জামায়াত কর্মীর বাড়িতে আগুন দেয় বলে তিনি জানান।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার বাংলানিউজকে বলেন,‘অগ্নিদগ্ধ দেলোয়ারা বেগমকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাথা-হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ’

এদিকে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে বলে এসআই জাহেদ হাসান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।