ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের ভোটাধিকার ছিনতাই করেছে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
জনগণের ভোটাধিকার ছিনতাই করেছে আ’লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন।

তিনি বলেন, জনগণ এ নির্বাচন বর্জনের মাধ্যমে সরকারকে ধিক্কার জানিয়েছে।

নির্বাচনে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে অবজ্ঞা করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে প্রহসনের নির্বাচন দ্বারা কলঙ্কিত করেছে।


মঙ্গলবার দুপুরে নগরীর বাকলিয়া এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাগাতার অবরোধ ও হরতালের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শাহাদাত বলেন,‘দশম জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে প্রহসনের নির্বাচন হিসেবে খ্যাতি লাভ করেছে। এরপরও সরকার আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মিথ্যাচার করছে। ভোটারবিহীন এ নির্বাচন দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ’

বাকলিয়া থানা বিএনপির সহ- সভাপতি নবাব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাকলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইব্রাহিম বাচ্চু, নগর যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।