ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উৎসবের আমেজে নির্বাচনে অংশ নিয়েছেন ভোটাররা: লতিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
উৎসবের আমেজে নির্বাচনে অংশ নিয়েছেন ভোটাররা: লতিফ

চট্টগ্রাম: দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের নাশকতা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন সাবেক সাংসদ এম এ লতিফ। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. জসীম উদ্দিন বাবুল এবং জাতীয় পার্টির কামাল উদ্দিন।


ওই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ লতিফ বাংলানিউজকে বলেন,‘আমার এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সর্বস্তরের মানুষ উৎসবের আমেজে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ’

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মো. আলাউদ্দিন বলেন,‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। নির্দিধায় আমরা ভোট দিয়েছি। ’

শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট প্রদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বন্দরটিলা এলাকার বাসিন্দা মিজানুর রহমান।

ওই এলাকার কাঁটাখালী বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি জানান, গত দুই নির্বাচন ধরে তিনি  এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। অন্যান্য বারের তুলনায় লোকসমাগম কম হলেও কোন ধরনের সহিংসতার ঘটনা এবার ঘটেনি।

মিজানুর রহমান বলেন,‘আমরা সকালেই কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি। ওই সময় লোকজন তেমন ছিল না। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বেড়েছে। ’

শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুবই আনন্দিত বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।