ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউদ্দিন বাবলু ও লতিফ এগিয়ে

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
জিয়াউদ্দিন বাবলু ও লতিফ এগিয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে আছেন।

এরমধ্যে চট্টগ্রাম চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনের ৪৭টি কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ১৮হাজার ১৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন।



অন্যদিকে তার নিকটতম প্রার্থী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট আবু হানিফ পেয়েছেন ১হাজার ৩৬৪, ন্যাপের আলী আহমেদ নাজির পেয়েছেন ৫৩৩ এবং বিএনএফ’র অধ্যাপক আরিফ মঈনুদ্দিন ৩৩৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ১১টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের এম এ লতিফ পেয়েছেন ৪ হাজার ৪৬৯ ভোট পেয়ে এগিয়ে আছেন।


এছাড়া ওই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. জসীম উদ্দিন বাবুল পেয়েছেন ২৬ এবং জাতীয় পার্টির কামাল উদ্দিন চৌধুরী ৯২ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।