ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে: খসরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দশম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণকে সিলেকশন প্রক্রিয়ার আরেকটি অধ্যায় উল্লেখ করে চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘এই সিলেকশন প্রক্রিয়াকে দেশের মানুষ স্বতঃফূর্তভাবে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা প্রহসনের নির্বাচনকে না বলে গণতন্ত্রের অভিযাত্রাকে সমর্থন দিয়েছে।



নির্বাচনের ভোটগ্রহণ শেষে রোববার তার বাসায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন,‘দেশের জনগণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে স্বতঃফূর্তভাবে সাড়া দিয়ে ভোটের নামে এই প্রহসনে অংশ না নেয়ায় সরকারের এই সিলেকশন প্রক্রিয়া ব্যর্থ হয়েছে।


তিনি অভিযোগ করেন,‘ভোট কেন্দ্রে লোকজনের উপস্থিতি না দেখে প্রশাসনের সহযোগিতায় দলীয় কিছু কর্মী দিয়ে ২০/৩০টি করে ভোট দিয়ে পারসেন্টিজ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থীরাও এ নির্বাচন বর্জন করেছে। এরচেয়ে লজ্জা ও ঘৃণার আর কি হতে পারে?’

নির্বাচনকে ‘অবৈধ’ দাবি করে খসরু বলেন,‘ এই অবৈধ ও প্রহসনের নির্বাচন বাতিল করে ফের নির্বাচন দিতে হবে। দেশকে বাচাঁতে হলে সরকারকে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। অন্যথায় আওয়ামী লীগ সরকারকে অনেক  উচ্চ মূল্য দিয়ে বিদায় নিতে হবে। ’

‘কলঙ্কিত’ এই নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন,‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গ্রেপ্তার, হয়রানি ও নিপীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ’

এসময় অন্যদের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।