ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোট দেয়ার অপরাধে আক্রমণের শিকার সোলায়মান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
ভোট দেয়ার অপরাধে আক্রমণের শিকার সোলায়মান ছবি: সোহেল সারোয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতকানিয়া থেকে: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট দেয়ার অপরাধে মো.সোলায়মান (৪০) নামে এক পিকআপ ভ্যান চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।



সোলায়মানের বাড়ি সাতকানিয়ার উত্তর ছদাহা গ্রামের নদুপাড়া এলাকায়।

সোলায়মানের স্ত্রী খুরশিদা বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে উত্তর ছদাহা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সোলায়মান।
এরপর হেঁটে বাড়ি ফেরার পথে নদুপাড়ার মধু মার্কেটের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সামনে পড়েন সোলায়মান।

এসময় দা, কিরিচসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তারা সোলায়মানের উপর আক্রমণ চালায়। এতে সোলায়মান মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। বিশেষ করে তার মাথায় মারাত্মক জখম হয়।

গুরুতর আহত সোলায়মানকে দ্রুত সাতকানিয়া উপজেলার কেরাণীহাট এলাকায় আশশেফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুরশিদা বাংলানিউজকে বলেন, ‘ভোট দিতে গেলি কেন, এটা বলে বলে সন্ত্রাসীরা আমার স্বামীর উপর হামলা চালিয়েছে। আশপাশে অনেক লোক ছিল। সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।