ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোর করে ভোট প্রদান, ককটেল বিস্ফোরণ, জাল ভোটের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
জোর করে ভোট প্রদান, ককটেল বিস্ফোরণ, জাল ভোটের অভিযোগ ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর প্রাণকেন্দ্র চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ব্যালট কেড়েছে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সোয়া দু’টার দিকে এ ঘটনা ঘটে।

এর পরই কেন্দ্রটি’র সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও কেন্দ্রটির দায়িত্বে থাকা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার কিছুই জানেন না বলে জানান তারা।


প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রোববার দুপুর ২টার দিকে নগরীর চকবাজার থানা এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এ কেন্দ্রের ৪টি বুথের সহকারি প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে ব্যালট বই কেড়ে নেয় তারা। এসময় ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দিয়ে চলে যায় তারা।

এরপরই কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ctg-election-120

কেন্দ্রটি’র ২ নং বুথে গিয়ে দেখা যায়, ব্যালট বইয়ের ০১৭৭৫০৫ থেকে ০১৭৭৫৮৭ পর্যন্ত ব্যালট বইয়ের মুন্ডায় ভোটারের স্বাক্ষর আর প্রিজাইডিং অফিসারের সিল নেই। ব্যালট বইটি দু’টুকরো হয়ে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একেন্দ্রে ভোটারের সংখ্যা  ১ হাজার ৮’শ ২১জন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পোলিং অফিসার বাংলানিউজকে বলেন, একদল যুবক এসে ব্যালট বই কেড়ে নিয়ে এতে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়ে চলে যায়।

২নং বুথের এক পোলিং অফিসার বাংলানিউজকে বলেন, দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র তিনটা ভোট গ্রহণ করা হয়েছে। এরপর এ ঘটনা ঘটে।  

পাশের কক্ষে থাকা প্রিজাইডিং অফিসার ওমর সাঈদুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আমিতো এর কিছুই জানিনা। কেউ এধরণের অভিযোগ করেনি। ’

কেন্দ্রটির‍ দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট সোহেল রানা বাংলানিউজকে বলেন, ‘ভোট কেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমার। ভেতরে কি হয়েছে আমি জানি না। ’ মহিলা বুথে পুরুষ কিভাবে ঢুকলো জানতে চাইলে তিনি বলন, ‘মহিলা বুথে পুরুষ ঢুকতে যাবে কেন। ’
ctg-election-22
জাল ভোটের অভিযোগ
এদিকে বিভিন্ন কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর লোকজন প্রশাসনের সহায়তায় জাল ভোট দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. আবু হানিফ। তিনি বাংলানিউজকে বলেন, নির্বাচনী কর্মকর্তাদের সহায়তায় লাঙ্গল প্রতীকের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দিচ্ছে। মুসলিম হাই স্কুল কেন্দ্রে আমার সামনেই জাল ভোট দিয়েছে লাঙ্গল প্রতীকের প্রার্থীর লোকজন। যারা ভোট দিচ্ছে তাদের অনেকে এ আসনের ভোটারই নন।

এছাড়া তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভোট কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়ারও অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ঘণ্টা, জানুয়ারী ০৪, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।