ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে মাহমুদ হাসানের নির্বাচন বর্জন

মো. মহিউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
ফটিকছড়িতে মাহমুদ হাসানের নির্বাচন বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফটিকছড়ি থেকে: পটিয়ায় জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন বর্জনের পর এবার কেন্দ্র দখল,জাল ভোট ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ফটিকছড়ি আসনের স্বতন্ত্রপ্রার্থী ড. মাহমুদ হাসান।

রোববার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের কথা জানান তিনি।

একই সঙ্গে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।

ড. মাহমুদ হাসান বলেন,‘বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, সুষ্ঠুভাবে নির্বাচন হতে দেয়া হয়নি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে জাল দিয়েছে। এমনকি আমার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ’

‘তাই আমি এই নির্বাচন বর্জন করছি’-ঘোষণা দেন মাহমুদ হাসান।

তিনি বলেন,‘ এই নির্বাচনের ফলাফল স্থগিত রাখার জন্য সহকারী রির্টানিং অফিসারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছি। ’

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) আওয়ামী লীগ সমর্থিত তরিকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারী। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ড. মাহমুদ হাসান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজারেও বেশি। এ এলাকায় ৪৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

এর আগে সকালে নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে দাবি করেন মাহমুদ হাসান।

তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তরিকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর মাইভাণ্ডারী নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।