ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
চট্টগ্রামে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম: চট্টগ্রামে রাতের আঁধারে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে একযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করেছে।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরীর বন্দর থানার কলসি দিঘির পাড় এলাকায় আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যম হালিশহর এলাকায় আহমিদয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আসকার দিঘীর পাড় এলাকায় লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, মোমিন রোডে কদম মোবারক স্কুলের সামনে, রহমতগঞ্জ মোড়ে, কাটগড় এলাকায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সীতাকুণ্ডে তুলাতলি এলাকায় জলিল টেক্সটাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়া পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে নগরী ও জেলার কমপক্ষে আরও ১০-১২টি এলাকায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।


কলসি দিঘির পাড় এলাকার দোকানদার সুমন বিশ্বাস বাংলানিউজকে জানান, বন্দর থানা বিএনপির সভাপতি এম এ আজিজের বাড়ির সামনে আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও বিজিবি’র গাড়ি সেখানে গিয়ে টহল দেয়।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বন্দর এলাকায় দু’টি ভোটকেন্দ্রের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। চোরাগোপ্তাভাবে এসে রাস্তায় ককটেল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আতংক সৃষ্টির জন্যই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বাংলানিউজকে বলেন, লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে পৌঁছে। এরপর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ঘণ্টা, জানুয়ারি ০৪,২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।