ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিচয় গোপনের চেষ্টা পেট্রল বোমার কারিগর বান্না’র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
পরিচয় গোপনের চেষ্টা পেট্রল বোমার কারিগর বান্না’র

চট্টগ্রাম: চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার ও পেট্রল বোমা তৈরির কারিগর হাসান আল বান্না (২৮) পুলিশের হাতে ধরা পড়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডে ককটেলসহ বান্নাকে আটক করা হলেও প্রথমে সে পরিচয় গোপন রেখে পুলিশকে বিভ্রান্ত করে।



রাতে জিজ্ঞাসাবাদে বান্না নিজের আসল পরিচয় স্বীকার করে। বান্নাকে নিয়ে শনিবার ভোর থেকে নগরীর বাকলিয়া এলাকায় বিভিন্ন ককটেল তৈরির কারখানায় নগর গোয়েন্দা পুলিশ ও বাকলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বাকলিয়া থানার ওসি মো.মহসিন বাংলানিউজকে বলেন, ‘বান্না নগরীর সরক‍ারী কমার্শিয়াল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি। নাশকতায় যেসব পেট্রল বোমা ব্যবহৃত হচ্ছে সেগুলো তৈরি করে বান্নাসহ কয়েকজন। আটকের পর সে নিজের মিথ্যা পরিচয় দিয়েছিল।

পরে জিজ্ঞাসাবাদে সে পরিচয় স্বীকারের পাশাপাশি পেট্রল বোমা, ককটেল তৈরিসহ বিভিন্ন বিষয়ে বেশকিছু তথ্য আমাদের দিয়েছে। ’

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে আটক হওয়া জামায়াত-শিবিরের বোমা তৈরির কারিগররা হাসান আল বান্নার নাম বলেছিল। বান্না নগরীতে ককটেল, পেট্রল বোমা তৈরির কাজে নেতৃত্ব দেয় বলেও জানিয়েছিল তারা।

এরপর থেকে ‍বান্নাকে গ্রেপ্তারে নগরীর বিভিন্ন এলাকায় নগর গোয়েন্দা পুলিশ ও বাকলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, ‘বান্নাকে আমরা রাতভর জিজ্ঞাসাবাদ করেছি। অনেক তথ্য সে আমাদের দিয়েছে। এসব তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪,২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।