ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শুক্রবারও স্বাভাবিক বন্দরনগরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
শুক্রবারও স্বাভাবিক বন্দরনগরী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের কোন প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে।

অবরোধের সমর্থনেও জোটের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।

নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনেও আসেননি কোন নেতা-কর্মী।

শুক্রবার সকাল থেকেই শুরু হয় স্বাভাবিক জীবন যাত্রা।
নগরীতে সব ধরণের যানবাহন চলাচল করছে। বিভিন্ন বিপনিবিতানের পাশাপাশি খোলা রয়েছে দোকান পাট।

মহাসড়কে দূরপাল্লার বাস কম দেখা গেলেও পুলিশি পাহারায় বিআরটিসির ৫টি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি সৈয়দ মো.জাকির হোসেন।

নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নগর পুলিশের উপ- কমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী।

এদিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অবরোধে নাগরিক জীবন পুরোপুরি স্বাভাবিক। নগরীতে বিভিন্ন রুটের বাস, টেম্পু, রিকসাসহ বিভিন্ন ধরণের গণপরিহনও চালু রয়েছে।

রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে ‍জানিয়ে চট্টগ্রাম স্টেশন ম্যানেজার শামসুল আলম বাংলানিউজকে বলেন, ‘রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে নির্দিষ্ট সময়ে ট্রেন না পৌঁছাতে কিছুটা দেরিতে ছাড়তে হচ্ছে। ‘

অবরোধে নগরী এবং জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও নিয়মিত টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়:১১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।