ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দূরপাল্লার বাসে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
চট্টগ্রামে দূরপাল্লার বাসে আগুন ছবি: বাংলানিউজ ফাইল ফটো

চট্টগ্রাম: ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার বিআরটিসি মোড়ে দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

আগুনে বাসটির পেছনের অংশ পুড়ে গেলেও কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বাংলানিউজকে জানান, নগরীর একে খান মোড় থেকে সুমি এক্সপ্রেস নামে একটি বাস যাত্রী নেয়ার জন্য বিআরটিসি মোড়ে আসে।
বাসটির বিআরটিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল।

সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে এসে বাসটির পেছনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় লোকজন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০২,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।