ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সময় টিভি, প্রার্থীর প্রচারণার গাড়িতে বোমা হামলা, আহত ৪

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
সময় টিভি, প্রার্থীর প্রচারণার গাড়িতে বোমা হামলা, আহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার কাজির দেউড়ির মোড়ে বুধবার সন্ধ্যায় বেপরোয়াভাবে গাড়ি ভাংচুর ও বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় কমপক্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



এসময় দুর্বৃত্তরা চট্টগ্রাম-৯ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু হানিফের প্রচারণার গাড়ি এবং সময় টেলিভিশনের মাইক্রোবাসসহ কমপক্ষে ৬টি গাড়ি ভাংচুর করেছে। দুর্বৃত্তদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন সময় টেলিভিশনের গাড়িচালক আব্দুল হাকিম (৪৫)।
এছাড়া হামলায় ছাত্রমৈত্রীর কর্মীসহ আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বাংলানিউজকে বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশপাশের এলাকায় তল্লাশি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজির দেউড়ির মোড় থেকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে দুর্বৃত্তরা আসকার দিঘির পাড়ের দিকে যেতে থাকে। দুর্বৃত্তরা রাস্তায় পার্কিং করে রাখা যানবাহনগুলোতেও বেপরোয়াভাবে ভাংচুর চালাতে থাকে।

ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু হানিফ বাংলানিউজকে বলেন, কাজির দেউড়ির মোড়ে সমাদর ক্লাবের সামনে মিনিট্রাকে করে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা মিছিল প্রচারণা চালাচ্ছিল। এসময় কে বা কারা এসে ভাংচুর ও বোমা হামলা করে। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ৩ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা-ভাংচুরের সময় আসকার দিঘির পাড়ে কর্ণফুলী টাওয়ারের সামনে পার্কিং অবস্থায় থাকা সময় টেলিভিশনের গাড়ি দ্রুত গ্যারেজে নিয়ে যাচ্ছিলেন চালক আব্দুল হাকিম। দুর্বৃত্তরা চালকের ‍পাশের দু’টি গ্লাসে বোমা ছুঁড়ে মারে। এতে আব্দুল হাকিমের হাতে ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

সময় টেলিভিশনের ব্যুরো প্রধান কমল দে বাংলানিউজকে জানান, আহত গাড়িচালক আব্দুল হাকিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় দুর্বৃত্তরা কাজির দেউড়ির এক নম্বর গলির মুখে একটি কাভার্ড ভ্যান (চট্টমেট্রো-ম-১১-০৮৭৮) সহ আরও কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

এদিকে ঘটনার প্রায় ১৫ মিনিট পর সেখানে পুলিশ আসে। তারা একটি ফ্ল্যাক্সিলোডের দোকানে বসে থাকা তিন যুবককে ধরে নিয়ে যায়। এসময় পুলিশ এক রাউণ্ড শটগানের গুলিও ছোঁড়ে।

বোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা বিভিন্ন বয়সী নারী-পুরুষরা দোঁড়াদৌঁড়ি শুরু করেন। এসময় অনেকে বিভিন্ন দোকানে ঢুকে পড়েন। তবে ১৫-২০ মিনিটের মধ্যে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।