ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাবানের প্যাকেটে এক কেজি সোনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সাবানের প্যাকেটে এক কেজি সোনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় নুরুল আবসার নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেল ৫টায় ওমান থেকে আসা ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন নুরুল আবসার। তার লাগেজ স্ক্যানিং করার সময় লাগেজের ভেতর সাবানের প্যাকেটে স্বর্ণবারগুলো পাওয়া যায়।


চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বাংলানিউজকে জানান, আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ টাকা।

তিনি বলেন, ওমান থেকে আসা যাত্রী তার লাগেজের ভেতর সাবানের প্যাকেটে করে ৮টি স্বর্ণের বার নিয়ে আসে। চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমসের স্ক্যানিং মেশিনে বিষয়টি ধরা পড়ে।

এরপর স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়েছে। আটক নুরুল আবসার চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ‍বাসিন্দা।

বাংলাদেশ সময়:১৮২৯ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।