ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোমবারও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সোমবারও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতান্ত্রিক অভিযাত্রা’র কর্মসূচিকে কেন্দ্র করে সোমবারও চট্টগ্রাম থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি ট্রেনও।

বাস মালিকরা বলছেন, ১৮ দলীয় জোটের ঢাকামূখী অভিযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে রেলওয়ে কর্মকর্তাদের দাবি, অন্যান্য জেলা থেকে ট্রেন ও রেকি ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছতে সক্ষম না হওয়ায় নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না।


নগরীর দামপাড়া, অলংকার, কদমতলী ঘুরে দেখা গেছে, দুরপাল্লার বাসগুলোর কাউন্টার বন্ধ রয়েছে। শনিবার থেকে দুরপাল্লার কোন বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোকাল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী দুরপাল্লার কোন বাস চলাচল করতে দেখা যায়নি। তবে পণ্যবাহী ট্রাক, কার্ভাড ভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে। ’

রেলওয়ে সুত্র জানায়, সোমবার সকাল থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন ছাড়া আর কোন ট্রেন চট্টগ্রাম ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা ট্রেন ও রেকি ট্রেন চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছালে বাকি ট্রেনগুলোও কয়েক ঘণ্টার মধ্যে পরপর ছেড়ে যাবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।