ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘হাতুড়িতে ভোট দিন, অসাম্প্রদায়িক চট্টগ্রাম টিকিয়ে রাখব’

চট্টগ্রাম প্রতিদিনি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
‘হাতুড়িতে ভোট দিন, অসাম্প্রদায়িক চট্টগ্রাম টিকিয়ে রাখব’

চট্টগ্রাম: অসাম্প্রদায়িক চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্য সমুন্নত রাখতে হাতুড়ি মার্কায় ভোট চেয়েছেন চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু হানিফ।

আবু হানিফ শনিবার নগরীর চকবাজার, মিয়া খান নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।



এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচন গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা টিকিয়ে রাখার লড়াই।
চট্টগ্রামে অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতার যে ঐতিহ্য আমরা দীর্ঘদিন ধরে বহন করছি, এ নির্বাচনের পর যেনও সেই ধারা অব্যাহত থাকে সেজন্য ‍আমাদের সতর্ক থাকতে হবে। হাতুড়ি মার্কায় ভোট দিন, অসাম্প্রদায়িক চট্টগ্রামের ধারা যে কোন মূল্যে টিকিয়ে রাখব।

গণসংযোগের সময় আবু হানিফের সঙ্গে ছিলেন ওয়াকার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট প্রদীপ শীল, সাবেক ছাত্রনেতা মনসুরুল হক বাবুল প্রমুখ।

এদিকে ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন যুবমৈত্রীর চট্টগ্রামের নেতারা শনিবার মোমিন রোড এলাকায় গণসংযোগ করেন। যুবমৈত্রীর জেলা কমিটির সাধারন সম্পাদক কায়সার আলম, সহ-সভাপতি শিবু দাশ, সহ-সাধারন সম্পাদক আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী আরীফ, নজরুল ইসলাম রানা, রনি চৌধুরী, সুজন দাশ, সমুজ্জল বড়ুয়া উপস্থিত ছিলেন।

অন্যদিকে ছাত্রমৈত্রীর চট্টগ্রাম জেলা কমিটির নেতারা শনিবার সকালে নগরীর ফিশারিঘাট, বংশাল রোড, টেকপাড়া এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর জেলা সভাপতি ফারুক আহমেদ, জেলা সাধারন সম্পাদক আশীষ ভৌমিক প্রমুখ।

বাংলাদেশ নারী মুক্তি সংসদ চট্টগ্রামের নেতারা নগরীর এনায়েত বাজার এলাকায় কুমকুম ভট্টাচার্যের নেতৃত্বে গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।