ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে ১০ চোর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে ১০ চোর আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অভিযান চালিয়ে ১০ চোরকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে বিদেশি একটি জাহাজ থেকে চুরি করে নেয়া বেশকিছু মালামালও উদ্ধার করা হয়েছে।



কোস্টগার্ডের পূর্ব জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমভি আলম মিরসা নামের একটি বিদেশি জাহাজ থেকে শুক্রবার গভীর রাতে বেশকিছু মালামাল নিয়ে একদল চোর বড় নৌকা নিয়ে পালিয়ে যেতে থাকে।

এসব মালামালের মধ্যে আছে, ৮৮০ মিটার বার্থিং হাউজার, ৫’শ মিটার নাইলন রোপ, ১টি ডেক ওয়াশিং মেশিন, দু’শ লিটার লুব অয়েল এবং একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা।
এসব মালামালের আনুমানিক দাম প্রায় ২৫ লক্ষ ৬২ হাজার টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।

এদিকে চুরির খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে একটি নৌকাকে সন্দেহ করে সেটিকে ধাওয়া দেয়। পরে ১০ জন চোরসহ নৌকাটিকে তারা আটক করতে সক্ষম হন।

আটক ১০ জন হল, জাফর (২৮), মোর্শদ (২১), মনু মিয়া (৪০), নাছির (২৮), মুসা মিয়া (২৮), নূরে আলম (২৮), জসিম উদ্দিন (২২), তাহের (১৮), নজির আহম্মদ (৪৫) ও শাহীনুর (২৬)।

আটক চোরদের নগরীর কর্ণফুলী থানায়  হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।