ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘন কুয়াশায় শাহ আমানতে বিমানের শিডিউলে বিঘ্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
ঘন কুয়াশায় শাহ আমানতে বিমানের শিডিউলে বিঘ্ন

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে শনিবার সকালে নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারেনি চারটি অভ্যন্তরীণ বিমান। এতে বিমানের শিডিউলে কিছুটা বিঘ্ন ঘটেছে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনাইটেড এয়ারওয়েজের দু’টি ফ্লাইট, রিজেন্টের একটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল।

কিন্তু কুয়াশার কারণে চারটি ফ্লাইটই নির্দিষ্ট সময়ের প্রায় আধাঘণ্টা পরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে।
এরপর সকাল সোয়া ১০টার দিকে বিমানের উড্ডয়ন শুরু হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমাণ্ডার নূর ই আলম বাংলানিউজকে বলেন, কুয়াশার কারণে প্রতিদিনই শিডিউলে সমস্যা হচ্ছে। সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে এয়ারপোর্ট চালু করা সম্ভব হচ্ছেনা।

বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।