ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অভিযাত্রায় বাধা দিলে গণআন্দোলন গড়ে তোলা হবে: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
অভিযাত্রায় বাধা দিলে গণআন্দোলন গড়ে তোলা হবে: খসরু আমীর খসরু মাহমুদ

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব,গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার রক্ষার এই অভিযাত্রায় বাধা দেয়া হলে বন্দরনগরী থেকেই সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলা হবে। যে আন্দোলনের দাবানলে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে।



শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

প্রশাসনের কর্মকর্তাদের অভিযাত্রা সফলে নিরপেক্ষ ভ‍ুমিকা পালনের আহবান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,‘এই অভিযাত্রায় বাধা না দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা প্রশাসনের কর্তব্য।
এর পরিবর্তে দলীয় ক্যাডারদের ভুমিকা নিয়ে দমন-নিপীড়নের নীতি অবলম্বন করলে ভবিষ্যতে পরিনতি অশুভ হবে। ’

বিবৃতিতে তিনি বলেন,‘গণতন্ত্র রক্ষার এই অভিযাত্রায় কোন প্রকার হয়রানী করলে বন্দরনগরী থেকে কঠোর এবং গণআন্দোলনের ডাক দেয়া হবে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।