ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৪ জন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
চট্টগ্রামে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৪ জন উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/(ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৪জনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপকূলীয় এলাকার একটি সাইক্লোন শেল্টার সেন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।



তবে দালাল চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, দালাল চক্র সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে আনোয়ারা ‌উপজেলার উপকূলীয় এলাকা রায়পুরা ইউনিয়নের মালিপাড়ার একটি সাইক্লোন শেল্টার সেন্টারে জড়ো করে।
রাতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে ৫৪জনকে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের মধ্যে নরসিংদী, মাদারীপুরসহ বিভিন্ন জেলার লোকজন রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন পালিয়ে যায়। তবে তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১122 ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।