ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তুরীন আফরোজের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
তুরীন আফরোজের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরীন আফরোজের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক)।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।



প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরীন আফরোজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।

বক্তারা বলেন,‘যুদ্ধাপরাধীদের দোসররাই ড. তুরীনের বাসায় বারবার হামলা করছে।
অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ‘

একই সঙ্গে তারা তুরীনসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

ঘাদানিক’র কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী ও আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী, অলিদ চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, মাউসুফ উদ্দিন মাসুম, নিখিলেষ সরকার রাজ, মইদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।