ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের পাশে প্রিমিয়‍ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
শীতার্তদের পাশে প্রিমিয়‍ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বন্দরনগরীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার নগরীর কেসিদে রোডের ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন।

 

এসময় উপাচার্য বলেন, সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন। মানবিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শিক্ষার্থীদের মানবিকভাবে আইন প্রয়োগের কোন বিকল্প নেই ।
 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং আইন বিভাগের শিক্ষক হিল্লোল সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নোয়াখালীর যুগ্ম জেলা জজ  মোহাম্মদ আবু হান্নান।

মোহাম্মদ মাহবুবুর রহমান আইনের শিক্ষার্থীদের আর্ত মানবতার সেবায় আত্মনিয়োগ করার  আহ্বান জানান ।  

অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক অনুপ কুমার বিশ্বাস, মেহের নিগার, আহমেদ রাজিব চৌধূরী, হুমাইরা নওশীন, ফাহমিদা কাদের, মেহেরুন্নেসা বেগম, সঞ্জয় বিশ্বাস, সালমা মরিয়ম, তাকমিনা কামাল, ফরিদ উদ্দিন নোমান এবং মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন ।

সপ্তাহব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে আইন বিভাগের শিক্ষার্থীরা নগরীর পাশাপাশি মিরসরাই, সীতাকুন্ড ও পটিয়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ঘণ্টা, ডিসেম্বর ২৬,২০১৩
পিআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।