ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ডিসেম্বর ২৬, ২০১৩
সাতকানিয়ায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার কেরাণীহাট-দোহাজারী মাঝামাঝি এলাকায় বৃহস্পতিবার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, পটিয়া থানার শিকলবাহা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং লোহাগাড়ার চুনতি ইউনিয়নের আবদুল মালেকের পুত্র আবুল হাসেম (৩০)।



চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে জানান, সকালে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরাণীহাট ও দোহাজারীর মাঝামাঝি এলাকায় দ্রুতগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক গুরুতর আহত হন।


আশঙ্কাজনক অবস্থায় নিয়ে এলে তাদেরকে চমেক হাসপাতালের ২৮ এবং ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।