ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেউ ঠেকাতে পারবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
কেউ ঠেকাতে পারবে না

zakaria-mondolকর্ণফুলীর বুক থেকে: কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন হবেই।

কর্ণফুলীর বুকে বসে এ দাবি সাম্পান মাঝি নাসির আহমেদের (৫৬)। তার বক্তব্যে নিরঙ্কুশ সমর্থন জানান নুরুল আলম (৩৬), জানে আলম (২৪), নূরে আলম (২৯), মোহাম্মদ মনসুর (২৮), ফারুক আলম (২০) ও আমীর আহমেদ (৩৯)।
সবাই মাঝি।

এবারের চায়ের আড্ডাটা কর্ণফুলির বুকে। কোতোয়ালির ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাটের তীর থেকে মিটার দশেক চওড়া ক্যানেলের ওপাশে। ঠিক যেন কর্ণফুলির বুকে এক চিলতে দ্বীপ।

এপাড়ে কোতোয়ালি। আসন চট্টগ্রাম ৯। এ আসনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাজোট প্রার্থী। তার সঙ্গে লড়বেন ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আলী আহমদ নাজির ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আরিফ মাইনুদ্দিন।

ওপাশে পূর্বে আনোয়ারা, পশ্চিমে পটিয়া থানা। মূলত শিল্পএলাকা। বেশিরভাগ সিমেন্ট ফ্যাক্টরি। ওই ঘাট আর এই ফিরিঙ্গিবাজার ঘাটে সাম্পানে যাত্রী পার করেন নাসির, নুরুল, আলমরা।

নাসির মাঝি বলেন, নির্বাচনটা তো হয়ে যাবে। তবে সংসদ ভেঙে ফের ইলেকশন হবে।

এবার ফোড়ন কাটেন সদ্য ভোটার হওয়া ফারুক। বলে ওঠেন, গরীব মরে, জনগণ মরে, তবু ভোট দিতে হবে। ৫ জানুয়ারি ভোট তো হবেই।

ভোট হওয়া নিয়ে কিছুটা দ্বিধা ঝরে আমির মাঝির কণ্ঠে। মৃদু স্বরে দ্বিমত করে বলেন, গন্ডগোল হইতে পারে।
হাত ঝাপটে আমিরের শঙ্কা বাতিল করে দেন নাসির মাঝি। তার মাথার চুলে পাকের ধাঁচ। ঝানু নাসির বলেন, গন্ডগোল হওয়ার সম্ভাবনা কম।

এবার আমিরের পক্ষ নেন মনসুর মাঝি। তিনি বলেন, কিন্তু নির্বাচনে একজন গেলো, একজন গেলো না বিষয়টা কেমন হলো?
ctg-9-bg120
সংলাপে ফের নাসির মাঝির আবির্ভাব। এখন নির্বাচন হইলে উপ নির্বাচন হবে।

মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিন্তাকেই উপ নির্বাচন বলছেন নাসির মাঝি।

তার সঙ্গে তর্ক জোড়েন নুরুল মাঝি। তিনি বলেন, নির্বাচন গায়ের জোরে হচ্ছে। এটা ক্ষমতাবানদের নির্বাচন।

তবে নাসির মাঝির সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

নাসির মাঝি বলেন, সব শক্তি এক। একা কি করে নির্বাচন ঠেকাবে।

কিন্তু একতরফা নির্বাচন ভালো না। কিছুক্ষণ বিড়বিড় করে থেমে যান নুরুল মাঝি।
 
নতুন ভোটার হওয়া ফারুক এবার মুখ খোলেন। তিনি বলেন, সেনাবাহিনী থাকলে মানুষ ভোটকেন্দ্রে আসতে যেতে পারবে। ভয়ডর থাকবে কম।

অভিজ্ঞ নাসির আরো জ্ঞানী মন্তব্য ডেলিভারি দেন এবার। জোর গলায় বলেন, আইডেনটিটি কার্ড আছে। ভোট জাল হবে না। আগে চুরি হইতো। এবার ভোট সুষ্ঠু হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩

*দু’নেত্রীই পেট্রোলবোমা আনছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।