ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে চীনের রাজনীতি ও উত্থান নিয়ে সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
চবিতে চীনের রাজনীতি ও উত্থান নিয়ে সেমিনার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব রাজনীতিতে ‘চীনের উত্থান ও দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প’র (হেকেপ, সিপি-১৩৩) আওতায় দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক ও হেকেপ, সিপি-১৩৩ গবেষণা প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. আনোয়ারা বেগম।


এতে চীনের রাজনীতি,অর্থনীতি,বৈদেশিক নীতি ও দক্ষিণ এশিয়ার সাথে এর সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারের দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের সদস্য মোহাম্মদ আলম চৌধুরী,এজিএম নিয়াজ উদ্দিন ও আককাছ আহমদ।

প্রকল্পের ব্যবস্থাপক প্রফেসর ভূঁইয়া মো. মনোয়ার কবীরের সভাপতিত্বে সেমিনারের সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক এজিএম নিয়াজ উদ্দিন।

এরপর বক্তারা চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।