ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, অক্টোবর ২০, ২০২৫
সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে আসাদ বাহিনী। গুরুতর আহত সাংবাদিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার রেলগেট এলাকায় শ্যামাপূজা মণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরী (৪৫) দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

তাঁর বাড়ি পৌরসদরের রেলগেট এলাকায়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক লিটন কুমার চৌধুরীকে ঘিরে মারধর করছেন। এ সময় তাঁকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হয়।

পুলিশ জানায়, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে কয়েকজন যুবক থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী বলেন, রাতে বাবা বাড়ির পাশে মণ্ডপের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাঁকে লক্ষ্য করে বাজে মন্তব্য করতে থাকে এবং হঠাৎ আক্রমণ চালায়। হামলাকারীরা বাবার মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় বাবার মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু বলেন, মব তৈরি করে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা গেছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী বলেন, শ্যামাপূজার মণ্ডপ থেকে ধরে নিয়ে সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে পিটিয়ে গুরুতর আহত করে আসাদ বাহিনী। তার মোবাইল ও নগদ ৪৫ হাজার টাকাও ছিনতাই করে নিয়ে যায়। আমরা আসাদ সহ তার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তার দাবি করছি।  

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় কয়েকজন যুবক সাংবাদিক লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।