ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অপহৃত যুবক উদ্ধার, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, অক্টোবর ১২, ২০২৫
অপহৃত যুবক উদ্ধার, আটক ৫ ...

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে অপহরণের শিকার মো.সবুজ ফরাজীকে (২৭) অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণের মূল হোতাসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলখিলা গ্রামের বাসিন্দা মুছা (২২) ও মো.সোহেল (২৫), বরিশালের কোতোয়ালী থানার শায়েস্তাবাদের বাসিন্দা মো.রিয়াজ (২৪), কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রামের বাসিন্দা মো.তাসিন (২৩) এবং নগরের ইপিজেড থানার আয়েশার মায়ের গলির বাসিন্দা মো.রায়হান (২৬)।

র‌্যাব-৭-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা মো.সবুজ ফরাজী পূর্বে নগরের সিইপিজেডে চাকরি করতেন।

সেই সূত্রে গত ১০ অক্টোবর রাতে তিনি বন্দরটিলা সিটি করপোরেশন এলাকায় গেলে ১১-১২ জন মিলে তাকে চড়-থাপ্পড় মেরে জোরপূর্বক একটি রিকশায় তুলে আয়েশার মায়ের গলির জুয়েলের রিকশা গ্যারেজে আটকে রাখে। পরে অপহরণকারীরা সবুজ ফরাজীর স্ত্রীর কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে র‌্যাব-৭ পতেঙ্গা কার্যালয়ে অভিযোগ হিসেবে জানানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সবুজ ফরাজীকে উদ্ধার এবং ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।