চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার আলোচিত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.ফারুককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মো.ফারুক (২৪) স্থানীয় রিয়াজ উদ্দিন উকিল বাড়ির ছবির আহম্মদের ছেলে।
র্যাব-৭-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘর্ষের ঘটনায় জুবায়ের উদ্দিন বাবু (২৬) নামে এক যুবক নিহত হন। তিনি বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেট এলাকার একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
টার্ফ উদ্বোধনের সময় স্থানীয় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা মালিকপক্ষের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে দেশিয় অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে হামলা চালায়। এতে জুবায়েরসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা জুবায়েরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শনিবার (১১ অক্টোবর) ভোররাত চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআই/টিসি