ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাইড্রোগ্রাফিক বিষয়ে চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর সমঝোতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
হাইড্রোগ্রাফিক বিষয়ে চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর সমঝোতা

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরের পোর্ট লিমিটভুক্ত কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল এবং সমুদ্র এলাকায় যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমঝোতা স্মারক সই হয়েছে।  

চট্টগ্রাম বন্দরের আওতা সম্প্রসারিত হওয়ায় চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের কাজের পরিধি বেশ বেড়েছে।

এ বিশাল এলাকার কোস্টাল ইকোসিস্টেম, কোস্টাল জোন ম্যানেজমেন্ট, ড্রেজিং সংক্রান্ত বিষয়, কোস্টাল ডেভেলপমেন্ট, নেভিগেশন ইত্যাদি বিষয়ে যৌথ মনিটরিং ও হাইড্রোগ্রাফিক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক মানের চার্ট প্রকাশসহ বিভিন্ন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে অংশগ্রহণ করে।

চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের যে সক্ষমতা রয়েছে তা উভয় সংস্থার এই পারস্পরিক সমঝোতার মাধ্যমে যৌথ জরিপকাজ, কারিগরি সহায়তা, তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ এবং আনুষঙ্গিক যেকোনো ধরনের সহায়তা প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ, দুই সংস্থার অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে সদস্য (হারবার ও মেরিন) এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে বাংলাদেশ নৌবাহিনী চিফ হাইড্রোগ্রাফার সমঝোতা স্মারকে সই করেন।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।