চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরের পোর্ট লিমিটভুক্ত কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল এবং সমুদ্র এলাকায় যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমঝোতা স্মারক সই হয়েছে।
চট্টগ্রাম বন্দরের আওতা সম্প্রসারিত হওয়ায় চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের কাজের পরিধি বেশ বেড়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক মানের চার্ট প্রকাশসহ বিভিন্ন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ, দুই সংস্থার অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে সদস্য (হারবার ও মেরিন) এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে বাংলাদেশ নৌবাহিনী চিফ হাইড্রোগ্রাফার সমঝোতা স্মারকে সই করেন।
এআর/টিসি