ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, আগস্ট ২০, ২০২৫
ইপিজেডে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের ইপিজেডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার নামের এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

  

ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘পাঠাও’ মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পিছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।