চট্টগ্রাম: সম্প্রতি নালায় পড়ে মারা যাওয়া শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় শিশুটির বাড়িতে যান তিনি।
এ সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও ঘটনার বিস্তারিত বর্ণনা শুনেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে তিনি উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আনন্দীপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, ইয়াসিন চৌধুরীর লিটন, মঞ্জুর আলম, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাসেম, হাজী হানিফ সওদাগর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ওমর, মোহাম্মদ দিদার,মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ সাবের,মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ আফসার প্রমুখ।
এমআর/টিসি