চট্টগ্রাম: ১৬টি কলেজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আইইউবি-দৃষ্টি কুইজ কার্নিভাল ২০২৫’। সম্প্রতি ১৭ জুলাই নগরীর জিয়া মেমোরিয়াল মিউজিয়াম হলে এ কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়।
প্রথম পর্বের প্রতিযোগিতার তিনটি রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সিডিএ পাবলিক কলেজ ও সেন্ট্রাল পাবলিক কলেজ (সিপিসি)। চূড়ান্ত পর্বে ৫টি ধাপ অতিক্রম করে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চ্যাম্পিয়ন এবং রানার-আপ হয় সেন্ট্রাল পাবলিক কলেজ।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিরেক্টর (অ্যাডমিশনস, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস) লিমা চৌধুরী, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বৃজেট ডায়েস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিশনস, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস) প্রিয়াংকা দে ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড বলেন, আমি আজকের এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ‘দৃষ্টি চট্টগ্রাম’ এবং আইইউবি’র যৌথ এই উদ্যোগ তরুণ প্রজন্মের মেধা ও জ্ঞানকে সঠিকভাবে বিকশিত করতে অসাধারণ ভূমিকা রাখবে। আজকের এই কুইজ প্রতিযোগিতা কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি চিন্তা, বিশ্লেষণ ও জ্ঞানের এক উৎসব। অংশগ্রহণকারী সব কলেজকে আমি শুভেচ্ছা জানাই এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে অভিনন্দন জানাই।
আলোচনা পর্ব শেষে অতিথিরা বিজয়ীদলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এমআর/টিসি