ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মে ২৬, ২০২৫
ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মানিক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মে) রাতে উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মোহাম্মদ মানিক জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সোনাপাহাড় এলাকার মুছা মিয়া বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন।

চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, রাতে বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। তবে জিআরপি পুলিশ খবর দেওয়ার আগেই রাতে মরদেহ দাফন করা হয়েছে।  

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।