ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, এপ্রিল ২৫, ২০২৫
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হন সারোয়ার আহমেদ (৩৭)।

নিহত সারোয়ারের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। তিনি ইউনিটেক্স মিলে কর্মরত ছিলেন।

অপরদিকে শুক্রবার ভোর ৫টায় উপজেলার ছোট কুমিরার ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে ড্রাম ট্রাকের চাপায় মো. রাকিব (১৭) নামে এক কিশোর নিহত হয়। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

জানা যায়, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় আরেক ট্রামের হেলপার রাকিব ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন।  

বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট কুমিরার ইলিয়াস পেট্রোল পাম্প ও ইউনিটেক্স মিলের সামনে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।