ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গুলি করে যুবদলকর্মীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, এপ্রিল ২২, ২০২৫
গুলি করে যুবদলকর্মীকে হত্যা

চট্টগ্রাম: রাউজান উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাউজানে মো. ইব্রাহীম (৩০) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) আট নম্বর ওয়ার্ডের গাজী পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন, পরে যুবদল করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা গাজীপাড়ায় গিয়ে ইব্রাহীমের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে।

এ সময় দুর্বৃত্তরা আরও কিছু ফাঁকা গুলি ছুড়লে একজন আহত হয়। দুর্বৃত্তরা কয়েকটি অটোরিকশায় করে এসেছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।  

প্রসঙ্গত, শনিবার ( ১৯ এপ্রিল) গভীর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবউল্লাহ শাহ পাড়ায় ঘরে ঢুকে মানিক আব্দুল্লাহ নামের এক বিএনপি কর্মীকে মুখে ও পায়ে গুলি করে খুন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।