ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংরক্ষিত বনের ১০০ গাছ কেটেছে দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, মার্চ ২৪, ২০২৫
সংরক্ষিত বনের ১০০ গাছ কেটেছে দুর্বৃত্তরা ...

চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুরে একটি সংরক্ষিত বন থেকে অন্তত ১০০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার গাছগুলো কাটা হলেও রোববার (২৩ মার্চ) পর্যন্ত এ ঘটনায় মামলা করেনি বন বিভাগ।

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তদের সুবিধা দিতে মামলা দায়ের ও কাটা গাছগুলো উদ্ধারে গড়িমসি করছে বনবিভাগ। চিহ্নিত বনখেকোরা গাছগুলো কেটেছে।

বন বিভাগ তাদের চেনে। বন বিভাগের একদল অসাধু কর্মীর সঙ্গে গাছ চোরদের ওঠাবসা আছে। তাই বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করছে বন বিভাগ।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতায় কালীপুর রেঞ্জের অধীনে সাধনপুর বিটের লটমনি মৌজার সংরক্ষিত বনটির গাছগুলো কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাটা গাছগুলো আকাশমনি প্রজাতির, বেশিরভাগ গাছ পরিপক্ক এবং বয়স ১০-১২ বছর।

কালীপুর রেঞ্জের রেঞ্জার মনোয়ার হোসেন বলেন, গত শনিবার আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে কেটে ফেলা গাছের ২৫ টুকরো জব্দ করতে পেরেছি। আসামিদের চিহ্নিত করতে সময় লাগছে। তাই মামলা দায়েরে দেরি হচ্ছে। আমরা মামলার নথি তৈরি করছি। দ্রুত সময়ের মধ্যে আদালতে মামলা দায়ের করব। তবে কেটে ফেলা বেশিরভাগ গাছ বেহাত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।