ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পর্যটক এক্সপ্রেসে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মার্চ ১৯, ২০২৫
পর্যটক এক্সপ্রেসে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম: কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থেকে ১শ টাকার মূল্যমানের ৪৭টি জাল নোটসহ আব্দুর রহিম বিপ্লব (২২) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিপ্লব ময়মনসিংহের তারাকান্দার ধুলিরকান্দা এলাকার বাসিন্দা।

 

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে দোহাজারী রেলস্টেশন অতিক্রমের সময় ট্রেনটির ‘ড’ বগির টয়লেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

এ ঘটনায় রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার এসআই সোহরাব হোসেনকে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঈদকে সামনে রেখে জাল নোটগুলো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ওই যুবক। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
বিই/পিডি/এএটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।