ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার অটোরিকশাচালক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, মার্চ ১৬, ২০২৫
ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার অটোরিকশাচালক  ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে ফুটপাত থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চালক মো. আবদুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, গত ১১ মার্চ রাতে এক ভিক্ষুক নারীকে তুলে নিয়ে যান আব্দুল আলী নামে এক সিএনজি অটোরিকশা চালক।

পরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী থানায় এসে অভিযোগ জানালে পুলিশ অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পর ধর্ষণ সিএনজি অটোরিকশা চালককে খুঁজে পাই। সিএনজির চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেন।  

এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।