ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে যেসব এলাকায় গ্যাস থাকবে না বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, মার্চ ১১, ২০২৫
চট্টগ্রামে যেসব এলাকায় গ্যাস থাকবে না বুধবার কেজিডিসিএল

চট্টগ্রাম: বহদ্দারহাট এলাকায় গ্যাস পাইপ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) বুধবার (১২ মার্চ) ভোর ৫টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।  

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় কেজিডিসিএল।

মেরামতকাজ চলাকালে বহদ্দারহাটসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ চালু করা হবে।
 

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: 

কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, অলিখাঁ মসজিদের সামনের ও আশপাশের এলাকা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।